এই সময়: দার্জিলিং ম্যাল রোডে জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে। নির্মাণে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে দার্জিলিং পুরসভার কাছেও রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মামলাকারীদের জিটিএ কর্তৃপক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারীদের তরফে অভিযোগ, দার্জিলিংয়ের ম্যাল রোডের ধারে গাছ কেটে বেআইনি নির্মাণ করা হচ্ছে। মামলাকারীদের আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালত অবিলম্বে এই নির্মাণ বন্ধের নির্দেশ দিক।’ তাঁর আরও বক্তব্য, ‘পুরসভা সেখানে হকার পুনর্বাসন করলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাস্তবে বেআইনি হোটেল নির্মাণ হচ্ছে।’ মামলাকারীদের দাবি, জিটিএ এখানে কোনও কাজ করতে পারে না। কারণ সবক্ষেত্রে দার্জিলিং পুরসভার অনুমোদনের প্রয়োজন। অথচ পুরসভাই এমন বেআইনি নির্মাণে মদত দিচ্ছে।
দার্জিলিং পুরসভার দাবি, হকারদের পুনর্বাসনের জন্য দার্জিলিং ম্যাল রোডের সংস্কার হচ্ছে। দার্জিলিং ম্যাল রোডকে চওড়া করা হচ্ছে। ওখানে কোনও বেআইনি নির্মাণ করা হচ্ছে না। পুরসসভার আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, ‘দার্জিলিং পুরসভার টাকা নেই, আর্থিক সহযোগিতা করছে জিটিএ। জিটিএর টাকায় কনস্ট্রাকশন করছে দার্জিলিং পুরসভা।’
শুক্রবার নির্মাণে স্থগিতাদেশ দিতে গিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, দার্জিলিং ম্যাল রোডে কোনও বেআইনি নির্মাণ করা যাবে না। এ দিন কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, শুধুমাত্র হকারদের পুনর্বাসনের জন্যই নির্মাণ হচ্ছে এবং ম্যাল রোড চওড়া করা হচ্ছে— এই মর্মে হলফনামা দিয়ে রিপোর্ট জমা করতে হবে দার্জিলিং পুরসভাকে। একই সঙ্গে মামলাকারীদের আদালতের নির্দেশ, আগের নোটিস পেয়ে না এলেও পরবর্তী শুনানিতে হাজির হওয়ার জন্য ফের জিটিএকে নোটিস পাঠাতে হবে।