• সিউড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চালক, আহত বহু যাত্রী
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিউড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত্যু হয়েছে বাস চালকের। আহত অন্তত ১৪ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ সিউড়ি–খটঙ্গা রাস্তার লম্বাধরপুর মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে ভাগলপুর থেকে কলকাতার বাবুঘাটগামী একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে।

     বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া প্রায় ১৪ জন যাত্রী আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     বাসের ধাক্কায় বাড়ির ভেতরে থাকা এক বৃদ্ধও গুরুতর আহত হন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ও দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ চালায়।

    প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)