• শিরোনামে ফের মধ্যমগ্রাম, এবার মা–মেয়ের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যমগ্রামে মা ও শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। 

    গত মঙ্গলবারই ট্রলিবাগ কাণ্ড ঘিরে শোরগোল পড়েছিল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেই মধ্যমগ্রামেই এবার মা–মেয়ের রহস্যমৃত্যুতে ছড়াল তীব্র চাঞ্চল্য।পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায়। মধ্যমগ্রামের বাসিন্দা মধুমিতা এবং তাঁর মেয়ের নিথর দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। পরিবারের দাবি, মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পরিবারও কিছু বলতে পারছে না। শনিবার দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মধ্যমগ্রাম থানার পুলিশ। চলছে তদন্ত। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। 

    প্রতিবেশীদের দাবি, মধুমিতা হাসিখুশি ছিলেন। তাই আচমকা এই ঘটনায় সবাই চমকে গিয়েছেন। 

     
  • Link to this news (আজকাল)