• মার্চেই রেকর্ড গরম কলকাতায়!‌ জানুন হাওয়া অফিস কী বলছে
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মার্চের শুরুতেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। 

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে একাধিক জেলায় থাকবে হালকা কুয়াশা। ৭ মার্চ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যার ফলে তাপমাত্রা আপাতত বাড়বে।

    শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। ৭ মার্চের পর উত্তরে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।

    কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে থাকতে পারে হালকা কুয়াশা। আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। 

    প্রসঙ্গত, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে উত্তরবঙ্গে চলছে তুষারপাত ও বৃষ্টিপাত। সিকিমে তুষারপাতের প্রভাব পড়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাাকায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আবার রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

    আর দক্ষিণে আগামী সপ্তাহে তাপমাত্রা ৩৩–৩৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি।
  • Link to this news (আজকাল)