দুই জেলায় পৃথক পথ দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু, জখম বহু
বর্তমান | ০১ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সিউড়ি: দুটি জেলায় পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল মোট চারজনের। জখম বহু। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার গভীর রাতে বীরভূমের সিউড়ির লম্বদরপুর মোড় সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহারের ভাগলপুরের থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস কলকাতার বাবুঘাটের উদ্দেশে যাচ্ছিল। মাঝপথেই সিউড়ির লম্বদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে যায় বাসটি। পুলিস জানিয়েছে, এই ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম হয়েছেন ওই বাসে থাকা ১৪ জন যাত্রী। অপরদিকে আজ, শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের তমলুকে কুমোরগঞ্জ এলাকায় ৪১ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েকজন। জানা গিয়েছে, একটি চারচাকা গাড়িতে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন কয়েকজন রোগী। কলকাতাতে যাওয়ার পথেই ৪১ নং জাতীয় সড়কের উপর ওই গাড়ির টায়ার ফেটে যায়। ফলে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। জখমদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।