সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে জ্ঞানেশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল, জ্ঞানেশ বিজেপির ‘ঘনিষ্ঠ’ লোক। সুবিধা পাওয়ার জন্যই গেরুয়া শিবির তাঁকে ওই পদে বসিয়েছে। মমতার এই মন্তব্যের বিরুদ্ধে এ বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা সব জেনেশুনে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে কলুষিত করতে চাইছেন। কমিশনকে অপদস্ত করার চেষ্টা করেছেন। এর জন্য পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন শুভেন্দু।
মুখ্য নির্বাচন কমিশনারকে শুভেন্দু লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, সাংবিধানিক প্রক্রিয়াকে ভারতীয় জনতা পার্টি প্রভাবিত করছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি। তিনি খুব ভালো করেই জানেন যে, আপনার নিয়োগ ২০২৩ সালের নতুন আইনে হয়েছে। সেই পদ্ধতি একেবারেই নিরপেক্ষ। প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং এক জন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে গঠিত প্যানেল মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে। অন্যদিকে, রাজীব কুমারের পর বয়োজ্যেষ্ঠ হিসাবে আপনারই এই পদটি পাওয়ার কথা।
উল্লেখ্য, সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে বৃহস্পতিবার প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, জ্ঞানেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এক সময়ে গুজরাতে অমিত শাহের অধীনে থাকা সমবায় দপ্তরের সচিব পদে কাজ করেছেন। নির্বাচন কমিশনে নিজেদের লোকজনকে শীর্ষ পদে বসাচ্ছে বিজেপি। এমনকী ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রেও নির্বাচন কমিশনের লোকজন জড়িত। মমতার এসব মন্তব্যের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে অভিযোগ জানালেন।
মমতার মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু দাবি করেছেন, নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দেশের ভোটপ্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালনা করে। মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার মমতার নেই। এছাড়াও ভুয়ো ভোটার নিয়ে মমতার অভিযোগকে অস্বীকার করেছেন বিরোধী দলনেতা। এক্তিয়ার বহির্ভূত কাজ করায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।