উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পর এ বার চোপড়া। ফের পুলিশের হাত থেকে ‘ছিনতাই’ অভিযুক্ত। বাধা পেতেই ফের পুলিশের উর্দিতে হাত, আইনরক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি। শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুরের ঘটনা। অভিযোগ, পুলিশের গাড়ি আটকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যান এলাকার লোকজন। এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ছিনতাই হওয়া অভিযুক্তের নাম মজিবুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বড় বাহিনী। পৌঁছন চোপড়া থানার আইসি সুরজ থাপাও। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মজিবুরের বিরুদ্ধে সমাজবিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বেশ কিছু দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন মজিবুর। সম্প্রতি গ্রামে ফিরে আসেন তিনি। সেই খবর পৌঁছয় পুলিশের কাছ। এ দিন তাঁকে ধরতে গ্রামে যায় পুলিশ।
অভিযোগ, মজিবুরকে গ্রেপ্তার করে ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান। এর পর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বেরিয়ে পালাতে সাহায্য করেন। পুলিশ বাধা দিতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের। ওই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মাস দেড়েক আগের ঘটনা। পুলিশকে গুলি করে পালিয়েছিল এক বিচারাধীন বন্দি। উত্তর দিনাজপুরেরই গোয়ালপোখরে পাঞ্জিপাড়ায় সেই ঘটনা ঘটে। অভিযুক্তকে আদালত থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছিল। ফের চোপড়ায় এই ঘটনা।