গাড়ির ধাক্কায় মৃত্যু পলতার আইএনটিটিইউসি সমর্থিত অটোরিকশা ইউনিয়নের সভাপতি হান্নান গাজির। তাঁর পরিবারের লোকজন অবশ্য হান্নানের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। হান্নানের পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁকে। এই মর্মে টিটাগড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন হান্নানের এক বন্ধু। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
নোয়াপাড়া থানার অন্তর্গত বলতাছি পল্লির বাসিন্দা হান্নান গাজি শুক্রবার রাতে নিজের গ্যারাজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ব্যারাকপুরের শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা দেয় হান্নান গাজিকে। সেই সময়ে হান্নানের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অভিজিৎ নন্দী।
হান্নানের এই বন্ধুর অভিযোগ, ওই গাড়িটি হর্ন বাজায়নি। ইচ্ছাকৃত ভাবে ওই গাড়ির চালক জোরে তাঁর মামাকে ধাক্কা দেন। তখন রাস্তাও ছিল শুনশান। তাঁর দাবি, তিনি চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তিনি বাড়িতে ফোন করে পরিবারের লোকজনকে ডাকেন। তাঁরা পৌঁছে হান্নানকে বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিন্তু হান্নান নিছক দুর্ঘটনার শিকার, তা মানতে নারাজ পরিবার। তবে হান্নানের সঙ্গে কারও বিশেষ শত্রুতা ছিল কি না, এই নিয়েও আলাদা করে কোনও মন্তব্য করেননি তাঁরা। যে গাড়ি হান্নানকে ধাক্কা মারে সেই গাড়িটিকে আটক করেনি পুলিশ। খোঁজ মেলেনি সেই গাড়ির চালকেরও। হান্নানের বন্ধুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পুলিশ হান্নানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।