এ বার শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ছুটবে নতুন ট্রেন। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এই নতুন ট্রেনটি হতে চলেছে সাপ্তাহিক। রাতে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেনটি। পরের দিন দুপুর নাগাদ তা জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। স্বাভাবিক ভাবেই খুশি উত্তরবঙ্গমুখী পর্যটকরা।
কখন ছাড়বে ট্রেনটি?
জানা গিয়েছে, এই ট্রেন শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। তা কৃষ্ণনগর সিটি এবং রানাঘাট জংশন হয়ে যাতায়াত করবে। শনিবার জলপাইগুড়ি রোড থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছাড়বে ট্রেনটি। এই প্রথম কোনও সাপ্তাহিক ট্রেন পেল জলপাইগুড়ি। আপ রুটে ট্রেনটির গন্তব্যে পৌঁছতে ১২ ঘণ্টা ৩৫ মিনিট লাগবে। ফিরতে সময় লাগবে ১২ ঘণ্টা।
এর আগে রাত সাড়ে ৮টার পর এনজেপি থেকে কোনও ট্রেন কলকাতার দিকে না আসার কারণে সমস্যায় পড়তে হতো পর্যটকদের। বিকেল ও সন্ধ্যায় এনজেপি থেকে শিয়ালদহ আসে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। কিন্তু সাড়ে আটটার সময়ে ট্রেনটি ছাড়ার ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষ। ট্রেনটি ছাড়তে চলেছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে।
প্রসঙ্গত, বছরভর উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় থাকে। এই রুটের ট্রেনগুলিতে টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। স্বাভাবিক ভাবেই এই নয়া ট্রেনে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।