• নর্দমায় ধোঁয়া, পুড়ছে রাস্তা! আতঙ্ক কা‍লনায়
    এই সময় | ০১ মার্চ ২০২৫
  • এই সময়, কালনা: নর্দমার ভিতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। তার উপরের কংক্রিট রাস্তা উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালনা শহরের ৬ নম্বর ওয়ার্ডে।

    এ দিন এলাকার বাসিন্দারা প্রথমে বিষয়টি জানান পুরসভার কনজ়ারভ্যান্সি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার অনিল বসুকে। তিনি দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে দমকলকর্মীরাও এই রহস্যের সমাধান করতে পারেননি। পরে আসেন বিদ্যুৎ দপ্তরের লোকজন। ওই নর্দমা লাগোয়া একটি বিদ্যুতের খুঁটির ভিতরে থাকা লোহার সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা বলে অনুমান করেন তাঁরা।

    কোনও ভাবেই যাতে ফের বিদ্যুৎ সংযোগ না হয় তার ব্যবস্থা করা হয়। তার পর আর ধোঁয়া বের না হওয়ায় এবং রাস্তা উত্তপ্ত হয়ে যাওয়ার ঘটনা না ঘটায়, সমস্যার সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

    উজ্জ্বল সাহা নামে এক বাসিন্দা বলেন, ‘সকাল ছ’টা নাগাদ হাঁটতে বেরিয়ে দেখি, নর্দমার ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। লাগোয়া রাস্তার ওই অংশ গরম হয়ে রয়েছে। আমি কাউন্সিলার অনিল বসুকে ফোনে বিষয়টা জানাই।’ অনিল বলেন, ‘ফোন পেয়ে গিয়ে দেখি, বিষয়টি সত্যি। আমিও অবাক হয়ে যাই। থানায় বিষয়টি জানানোর পাশাপাশি দমকলে খবর দিই। আমার দপ্তরের কর্মীরাও চলে আসেন। পরে আসেন বিদ্যুৎ দপ্তরের লোকজন।’

    রাজ্য বিদ্যুৎ বণ্টন বিভাগের কালনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ওয়াসিম ফিরোজ বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে পুরসভার যে পথবাতি থাকে সেটির তার বিদ্যুৎ দপ্তরের কেবলের সঙ্গে শর্ট হয়ে যায়। সেটি খুঁটির ভিতরের লোহায় ঠেকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে খুঁটির ভিতরে থাকা লোহার সঙ্গে বিদ্যুৃতের সংযোগ খুলে দেওয়া হয়েছে।’ বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, শুক্রবার সারা রাত রাস্তার আলো জ্বালানো হয়েছে। এর পর যদি এই সমস্যা না হয় তা হলে বোঝা যাবে, সমস্যাটি মিটেছে।

  • Link to this news (এই সময়)