• রক্ত দিতে ৪০০ কিমি পাড়ি, অসমে গেলেন ধূপগুড়ির তিন যুবক
    এই সময় | ০১ মার্চ ২০২৫
  • এই সময়, ধূপগুড়ি: ক্যান্সার আক্রান্ত কোচবিহারের এক রোগী অসমে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে রক্তের প্রয়োজন পড়ে তাঁর। কিন্তু সেখানকার ব্লাড ব্যাঙ্কে মেলেনি এবি পজ়িটিভ গ্রুপের রক্ত। আত্মীয়–স্বজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গেও যোগাযোগ করে পরিবার। কিন্তু কারও গ্রুপ মেলেনি।

    ভিনরাজ্যে কী করবেন, ভেবে পাচ্ছিলেন না তাঁরা। রক্তদানের আর্জি জানিয়ে বিভিন্ন জায়গায় ফোন–মেসেজ করতে থাকেন। রক্তদানের সঙ্গে যুক্ত একটি সংগঠনের কাছ থেকে খবর পেয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিবেশী রাজ্যে গিয়ে রক্ত দিলেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তিন যুবক।

    কোচবিহারের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাসুন্দর এলাকার বাসিন্দা স্বপন সরকার বেশ কয়েক মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেশী রাজ্য অসমের গুয়াহাটিতে কেন্দ্রীয় সরকারের অনুদানপ্রাপ্ত একটি ক্যান্সার ইনস্টিটিউটে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হয়। এর পর সেখান থেকে পরিবারকে জানানো হয়, রক্ত লাগবে রোগীর।

    ব্লাড ব্যাঙ্কে ঘুরে হতাশ হয়ে রক্তদাতার খোঁজ শুরু করে পরিবার। ফালাকাটা ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সদস্য পঙ্কজ বড়াইয়ের কাছেও সে খবর পৌঁছয়। তাঁর কাছ থেকে খবর পেয়ে রক্ত দিতে যেতে রাজি হয়ে যান কোচবিহার জেলার মাথাভাঙা-২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দুই যুবক নারায়ণ অধিকারী, পঙ্কজ মণ্ডল এবং জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা পুষ্কর মণ্ডল। গাড়ির বন্দোবস্ত করা হয়। গুয়াহাটি পৌঁছনোর এক দিন পরে রক্তদান করেন তিন যুবক।

    নারায়ণ ও পুষ্কর বলেন, ‘ফালাকাটার একটি ব্লাড ডোনার সংস্থার পক্ষ থেকে প্রথম বিষয়টি আমরা জানতে পারি। অসুস্থ মানুষটি আমাদের পরিচিত না–হলেও তাঁর জীবনের কথা ভেবেই আমরা ৪০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রক্ত দিতে যাই। মানুষকে তো মানুষের পাশে তো দাঁড়াতেই হবে। আমরা আমাদের তরফে সে চেষ্টাটুকুই করেছি।’

    স্বপনের ভাই প্রহ্লাদ বলেন, ‘দাদাকে গুয়াহাটিতে ভর্তি করেছিলাম। চিকিৎসা শুরু হয়। কিন্তু এবি পজ়িটিভ গ্রুপের রক্ত খুঁজতে গিয়ে হন্যে হতে হয় আমাদের। কত জনকে যে ফোন করেছি। কারও সঙ্গে গ্রুপ মিলছে না। এ দিকে, ব্লাড ব্যাঙ্কেও রক্ত নেই। ভাগ্যিস এই ছেলেগুলি খবর পেয়ে অত দূত থেকে চলে এল রক্ত দিতে। আপাতত খানিকটা সুস্থ হয়ে উঠেছে দাদা।

  • Link to this news (এই সময়)