কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে শুরু হল আমডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। শনিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে র্যাফ, পুলিশ বাহিনী হাজির ছিল সেখানে। কোনও রকম বিশৃঙ্খলা যাতে না হয়, তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়।
দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আমডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। জট কাটাতে জমিদাতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু তার পরও বারবার এলাকার লোকজনের বাধার মুখে পড়তে হয়েছে তাদের।
এ দিকে এই ১২ নম্বর জাতীয় সড়ক, যা বারাসতের ডাকবাংলো মোড় থেকে শুরু হয়েছে, তা কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম পথ। জেলা সদর থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ অনেক দিন আগেই হয়েছে। কিন্তু আমডাঙার সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত সম্প্রসারণ কিছুতেই আর করা যাচ্ছিল না। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আদালত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI-কে নির্দেশ দেয়, ১ মার্চ আমডাঙার ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের (পূর্বতন ৩৪ নম্বর জাতীয় সড়ক) কাজ শুরু করতে হবে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ওই দিন কোনও দখলদার যাতে কাজে বাধা দিতে না পারে, তার জন্য পুলিশকে পর্যাপ্ত বাহিনী সেখানে রাখতে হবে। জেলায় পুলিশের সংখ্যা কম হলে আশপাশের জেলা থেকে, এমনকী ব্যাটেলিয়ান থেকেও পুলিশ আনাতে হবে। কড়া নিরাপত্তায় এ দিন জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।