• সরস্বতী পুজোর খাওয়া-দাওয়া থেকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘বঞ্চিত’ রাখার অভিযোগ, স্কুলে ঝুলল তালা
    এই সময় | ০১ মার্চ ২০২৫
  • সরস্বতী পুজোয় খাওয়া-দাওয়ায় আমন্ত্রণ জানানো হয়নি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। কয়েকজন পড়ুয়া সেই অনুষ্ঠানে যোগ দিতে এলেও তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ তুলে হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচদড়া উচ্চ বিদ্যালয়ের সামনে শনিবার বিক্ষোভ দেখালেন একাধিক পড়ুয়া। প্রায় চার ঘণ্টা ধরে স্কুলের সামনে বিক্ষোভ পড়ুয়া, অভিভাবকদের। স্কুলের মধ্যে প্রবেশ করতে পারছেন না শিক্ষক এবং প্রধান শিক্ষকরা।

    কী দাবি বিক্ষোভকারীদের?

    শনিবার স্কুলের সামনে কয়েকজন পড়ুয়াদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। তারা নিজেদের দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়া বলে দাবি করেন। এই বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার স্কুলে সরস্বতী পুজো উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। স্কুলের কয়েকজন দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাতে অংশ নিতে এলেও খেতে দেওয়া হয়নি তাঁদের। এই পড়ুয়াদের অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেন প্রধান শিক্ষক, অভিযোগ বিক্ষোভকারীদের।

    এই ঘটনাকে সামনে রেখে শনিবার স্কুল খোলার সময় থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন পড়ুয়া এবং অভিভাবক। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ঢুকতে না পেরে রাস্তাতেই দাঁড়িয়ে ছিলেন।

    বিক্ষোভকারী পড়ুয়া এবং অভিভাবকরা জানান, সরস্বতী পুজোর জন্য চাঁদা নেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। তা সত্ত্বেও কেন এই পড়ুয়াদের খাবার দেওয়া হলো না, সেই প্রশ্ন তোলেন তাঁরা। শনিবার স্কুলে আসেননি প্রধান শিক্ষক। স্কুলের সহ-শিক্ষক দেবীপ্রসাদ ধর বলেন, ‘যে সমস্ত ছাত্র এই বছর স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাচ্ছে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, এটাই অভিযোগ। আমরা প্রধান শিক্ষককে ফোন করেছিলাম বিক্ষোভের কথা জানানোর জন্য। তিনি আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।’ বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কোনও প্রতিক্রিয়া দেননি।

  • Link to this news (এই সময়)