অপারেশন থিয়েটারে রক্তারক্তি কাণ্ড, কাঁচি নিয়ে চিকিৎসকের উপর হামলা...
আজকাল | ০১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যেই কর্তব্যরত এক চিকিৎসককে হামলা করে বসলেন এক রোগী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আহত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পর আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক অমিত কুমার দাঁ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানা এলাকায় এক যুবকের উপর তার বাড়িতেই ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। আহত ওই যুবকের পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হাসপাতাল অধ্যক্ষ অমিত কুমার দাঁ বলেন, ‘ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সেই কারণে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ভর্তির পরই ওই যুবককে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান।’
অধ্যক্ষ জানান, ‘ওটিতে যখন চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় হঠাৎই ওই যুবক বিছানা থেকে উঠে পড়েন এবং অপারেশন টেবিলের ট্রে–তে রাখা একটি কাঁচি নিয়ে একজন চিকিৎসককে লক্ষ্য করে চালিয়ে দেন।’
হাসপাতাল সূত্রের খবর, এই ঘটনায় চিকিৎসক দেবব্রত পাল নামে একজন অ্যানেস্থেটিস্ট–এর গাল কেটে যায়। হাসপাতালেই দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। অধ্যক্ষ জানিয়েছেন, ‘আহত ওই চিকিৎসককে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই রোগীকে একাধিক ওষুধ দিয়ে শান্ত করে তার চিকিৎসা চলছে।’
হাসপাতালের এক চিকিৎসক জানান, আহত ওই যুবক দীর্ঘদিন ধরে ‘বাইপোলার ডিসঅর্ডার’ সহ আরও একাধিক অসুখে ভুগছে। গত কয়েক বছর ধরে ওই যুবক ‘মানসিক’ভাবে কিছুটা অসুস্থ থাকলেও তার পরিবারের তরফ থেকে ঠিকভাবে চিকিৎসা করা হয়নি। শুক্রবার সন্ধে নাগাদ পারিবারিক কোনও একটি বিবাদকে কেন্দ্র করে পরিবারেরই এক সদস্য ওই যুবকের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, ‘প্রাথমিকভাবে আমাদেরও মনে হয়েছে আহত ওই যুবক মানসিকভাবে স্থিতিশীল নয়। সুতরাং তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে হাসপাতালের ওটিতে এরকম একটি অনভিপ্রেত ঘটনা যে ঘটতে পারে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রাথমিক লক্ষ্য অসুস্থ ওই রোগীকে দ্রুত সুস্থ করে তোলা।’