• টাকা শোধ করতে না পারলে বিষ খান, অভিযোগ ব্যাঙ্ক আধিকারিকের বিরুদ্ধে, গ্রাহক তাই করলেন...
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়ে শোধ করতে পারেননি গ্রাহক। অভিযোগ, বাড়ি বয়ে এসে ওই গ্রাহককে টাকা দিতে না পারলে বিষ খাওয়ার পরামর্শ দেন ব্যাঙ্ককর্মী। বিষ খেয়েই আত্মঘাতী হন ওই গ্রাহক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম বিউটি বিবি( ২২)। 

    শুক্রবার বিষ খাওয়ার পর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে সালার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকেরা তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করান। শুক্রবার গভীর রাতে সেখানে বিউটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার স্বামী কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের দুটি নাবালক সন্তান রয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালারের পূর্ব শেখপাড়ায় রেললাইনের ধারে বিউটির একটি বাড়ি রয়েছে। সম্প্রতি সেই বাড়িটি বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের  টাকা ধার নিয়েছিলেন তিনি। 

    মৃতার পরিবারের এক সদস্য জানান , 'বিউটির স্বামীর ওই টাকা শোধ করার কথা থাকলেও কিছু কারণে সে সময় মতো ধারের কিস্তি দিতে পারছিলেন না। কিন্তু বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা টাকা শোধ না করতে পারার জন্য মাঝে মধ্যে বিউটিকে বাড়িতে এসে অপমান করে যেত।' তিনি অভিযোগ করেন, শুক্রবারও ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে এক অফিসার আসেন এবং টাকা শোধ না করতে পারার জন্য বিউটিকে অপমান করে বলে বসেন,' টাকা শোধ করার ক্ষমতা না থাকলে সে যেন বিষ খেয়ে নেয়'। সূত্রের খবর, ব্যাঙ্কের ওই অফিসার দরজায় দাঁড়িয়ে থাকাকালীনই বিউটি বাড়ির ভেতরে গিয়ে চাষের জমিতে দেওয়ার জন্য ব্যবহৃত বিষ এনে খেয়ে নেয়। 

    সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে গোটা বিষয়টি শনিবার তাঁদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। শেষকৃত্য  হয়ে যাওয়ার পর রাতেই ব্যাঙ্কের ওই আধিকারিকের বিরুদ্ধে তাঁরা লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)