• ব্যারাকপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, খুন না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ...
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পলতায় তৃণমূল নেতার রহস্যমৃত্যু। ওই তৃণমূল নেতার নাম হান্নান গাজি। তৃণমূলের আইএনটিটিইউসির নেতা ছিলেন তিনি। বাড়ি নোয়াপাড়া থানার অন্তর্গত বলতাছি পল্লিতে। শুক্রবার গভীররাতে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় তিনি মারা যান বলে অভিযোগ।

    তাঁকে ধাক্কা মেরে খুন করা হল? না কি নিছক দুর্ঘটনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ ওই নেতাকে খুন করা হয়েছে। 

    জানা গেছে, শুক্রবার রাতে নিজের গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন ভাগ্নে। ব্যারাকপুর কালীয়ানী নিবাসের শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে হান্নানকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হান্নান। পালিয়ে যায় গাড়িটি। বাড়ির লোককে খবর দিলে তাঁরা এসে হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    এরপরই পরিবার অভিযোগ তোলে তৃণমূল নেতাকে পরিকল্পিতভাবে গাড়ির ধাক্কা মেরে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। নিছক দুর্ঘটনা না ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

     
  • Link to this news (আজকাল)