আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের কাঁকড়তলার বড়রা গ্রামে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বেঙ্গালুরুর একটি গোপন আস্তানা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গত ২২ ফেব্রুয়ারি শেখ নিয়ামুল হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তদন্তে নামে। ঘটনার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত শেখ সাদ্দাম, শেখ লালন, শেখ নইমুল, শেখ ফিরদৌস ও শেখ শরফুদ্দিন বেঙ্গালুরুতে আত্মগোপন করেছে। এরপর বিশেষ দল গঠন করে অভিযুক্তদের সন্ধান চালানো হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে ধৃতদের বীরভূমে আনা হয় এবং শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালত তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল কারণও জানার চেষ্টা চলছে।