পুলিশের গাড়ি থেকে ‘দুষ্কৃতী’ ছিনতাই! আক্রান্ত পুলিশ, দিনভর তুমুল উত্তেজনা চোপড়ায়...
আজকাল | ০১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গোয়ালপোখরের পর ডোমকল, ডোমকলের পর চোপড়া। পুলিশের থেকে অভুযুক্তকেই ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানুয়ারি মাসে ডোমকলের আলিনগরে পুলিশ হেফাজতে থাকা আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ঠিক একই ঘটনা চোপড়ায়।
দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। সেই দুষ্কৃতীকে খুঁজে পেয়েছিল পুলিশ। কিন্তু তাকে প্রিজন ভ্যানে তুলতে গিয়েই যত গণ্ডগোল। আচমকাই ঢাল হয়ে দাঁড়াল গ্রামবাসীদের একাংশ! পুলিশের গাড়ি আটকে সেই দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে পালিয়েও গেল তারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, ধ্বস্তাধ্বস্তি এলাকায়।
উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুর এলাকার ঘটনা। পুলিশের কাছ থেকে ছিনতাই দুষ্কৃতী। পরে তার খোঁজ করতে যেতেই আক্রান্ত হতে হয় আধিকারিকদের। তবে যারা দুষ্কৃতীকে পালাতে সাহায্য করেছে, তারা আদৌ সাধারণ গ্রামবাসী নাকি অভিযুক্তেরই ঘনিষ্ট, তা জানতে পারা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এগারো জন।
অভিযুক্তের খোঁজে এলাকায় চিরুনী তল্লাশী চালাচ্ছে পুলিশ। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, অভিযুক্তের নাম মজিবুর রহমান। তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে।