• ২০২৬ নির্বাচনকে সামনে রেখে রাস্তায় ফিরহাদ ও সুজিত...
    আজকাল | ০১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  ভুতুড়ে ভোটারদের নিয়ে সরব হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী সরাসরি পথে নেমেছেন। ফিরহাদ হাকিম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই শুরু করেছেন, আর সুজিত বসু বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেছেন।

    বিধাননগর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত জরুরি কর্মী সভায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরব হন এবং দলের কর্মীদের দ্রুত এই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন। নেত্রীর নির্দেশ মেনে সুজিত বসু ভোটার তালিকা দ্রুত পর্যালোচনা করে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন।

    এই বৈঠকে বিধাননগর পৌর নিগমের অন্তর্গত দশটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং দক্ষিণ দমদম পৌরসভার দশটি ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল সহ বিভিন্ন কাউন্সিলর ও কর্মীরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (আজকাল)