যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্যর গাড়ি ভাঙচুর, 'অতি বাম-রামে'র হাত দেখছেন শিক্ষামন্ত্রী
আজ তক | ০১ মার্চ ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক চলাকালীন তুমুল উত্তেজনা। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে জোর স্লোগান ওঠে ক্যাম্পাসে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় থেকে বেরনোর সময় আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। গাড়ি থেকে নেমে শিক্ষামন্ত্রী পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বিক্ষোভ চলতেই থাকে। 'চোর-চোর' এবং 'গো ব্যাক' স্লোগান তুলতে থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা।
শনিবার যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠক ছিল। সেখানে যোগ দেন ব্রাত্য বসু। বৈঠক শুরুর আগে থেকেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিতে থাকেন এসএফআই, আইসা, ডিএসএফ-এর মতো বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এদিকে পাল্টা মানববন্ধন করেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরা। শিক্ষামন্ত্রীকে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের পিছন দিয়ে মঞ্চে নিয়ে যাওয়া হয়।
বৈঠক শেষে ফের বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ছাড়াও দুটি পাইলট কারের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ ব্রাত্য বসু বলেন, 'এই গুন্ডামি চলতে পারে না। পড়ুয়াদের চারজন প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারি, কিন্তু সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল।' তিনি উপাচার্যের পদক্ষেপের দিকেও ইঙ্গিত করেন। পাশাপাশি অতিবাম সংগঠন এবং বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন শিক্ষামন্ত্রী। বলেন, 'বিজেপির সঙ্গে মিলে কি আলট্রা লেফটরা ঝামেলা করতে চাইছে? অতিবাম, অতি রামরা সেই কারণেই বললাম।'