• কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ডিজিটাল অ্যারেস্টের অন্যতম পান্ডা
    দৈনিক স্টেটসম্যান | ০১ মার্চ ২০২৫
  • ডিজিটাল অ্যারেস্ট চক্রের অন্যতম পান্ডাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়েছে সে। শনিবারই ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ধৃতর বিরুদ্ধে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৯৩০টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। মাস তিনেক আগে গল্ফগ্রিনের এক বাসিন্দাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল। প্রতারকরা তাঁর কাছ থেকে মোট ৪৭ লক্ষ টাকা হাতায়। সেই ঘটনার তদন্তে নেমে এর আগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম যোগেশ দুয়া (৩৬)। তাকে দিল্লির বিবেক বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দুটি মোবাইল, দুটি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, চারটি এটিএম কার্ড, দুই প্যান কার্ড এবং নগদ ১ লক্ষ ৮৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা, ডলারও মিলেছে যোগেশের ফ্ল্যাট থেকে। এই প্রতারণার আরেক চাঁই যোগেশ দুয়ার ভাই আদিত্য দুয়া। আদিত্যর খোঁজ চালাচ্ছে পুলিশ। তল্লাশিতে আদিত্য দুয়ার নামে পলিসি বন্ডের কাগজ মিলেছে। এছাড়া প্রচুর আধার কার্ডও উদ্ধার হয়েছে। সেগুলি আসল কি না, খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যোগেশ দুয়াকে জেরা করে চক্রের বাকিদের হদিস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    গল্ফগ্রিনের ঘটনার তদন্তে নেমে লালবাজার জানতে পারে, দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা চক্রের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। কলকাতার আনন্দপুর, পাটুলি, এবং নরেন্দ্রপুর এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয়ে একজনকে। পুলিশ সূত্রে খবর, এই র‍্যাকেটের প্রধান অপারেটর চিরাগ কাপুর। ৯ জানুয়ারি তাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। ওঙ্কার সিং নামে তার এক সহযোগীকে জেরা করে যোগেশ দুয়া ও আদিত্য দুয়ার নাম সামনে আসে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)