• উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ সংসদের
    দৈনিক স্টেটসম্যান | ০১ মার্চ ২০২৫
  • ৩ মার্চ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। ৫ লক্ষ ৯ হাজার পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। অবশ্য পড়ুয়াদের ৯টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর পরীক্ষার্থীদের ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে। ২০৮৯টি ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে, যাতে কেউ মোবাইল, স্মার্ট ওয়াচ ইত্যাদি জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পারে।

    অ্যাডমিট কার্ডেও এবার বদল আনা হয়েছে। অ্যাডমিট কার্ডেই উল্লেখ থাকছে ভেন্যুর। ফলে অ্যাডমিট কার্ড পাওয়া মাত্রই পরীক্ষার্থীরা জানতে পেরে গিয়েছে তাদের সিট কোন স্কুলে পড়েছে। পরীক্ষার্থীদের সুবিধের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রগুলিকেও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত জলের ব্যবস্থার পাশাপাশি শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রগুলিতে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক জেলাশাসকের অফিস থেকে যাতায়াতে যাতে কোনও সমস্যা না থাকে, সেই ব্যাপারেও নির্দেশ দিয়ে রাখা আছে। সংশ্লিষ্ট পরিবহন আধিকারিকদের সজাগ থাকতে বলা হয়েছে।

    পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, আগে ভেন্যু সুপারভাইসারের কাছে প্রশ্নপত্র প্যাকেট করে পাঠানো হত। এবার সিল করা পলিপাউচ ক্লাসে ক্লাসে পৌঁছে যাবে। পড়ুয়ারাই সবার আগে প্রশ্নপত্র খুলবেন। শুক্রবার রাতে কোচবিহারে যান সংসদ সভাপতি। সার্কিট হাউসে রাত কাটিয়ে শনিবার সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি।

    এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে বের হন উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, যদি মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে, তাহলে তার গোটা পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। মেটাল ডিটেক্টরের সাহায্যে এবার চেকিং করা হবে। প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া আছে। সেখানে কিউআর কোড দেওয়া আছে। এবারে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। যদি কোনওভাবে ফাঁস হয় তাহলেও কোথা থেকে এই কাজ হয়েছে, তা দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)