• বিছানায় প্রাণহীন ৫ বছরের মেয়ে, রান্নাঘরে মা! মধ্যমগ্রামে বাড়িতেই মা-মেয়েকে পাওয়া গেল...
    ২৪ ঘন্টা | ০১ মার্চ ২০২৫
  • মনোজ মণ্ডল: একদিকে বেহালা। আরেকদিকে মধ্যমগ্রাম। বেহালায় বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর এবার মধ্যমগ্রামে মিলল মা-মেয়ের নিথর দেহ! মধ্যমগ্রামের দোহারয়ায় মা ও শিশুকন্যার 'রহস্যমৃত্যু'! বিছানা থেকে উদ্ধার হয় ৫ বছরের প্রশংসা রায়ের প্রাণহীন দেহ। ওদিকে রান্নাঘরের মেঝেতে মেলে মা, ২৫ বছরের তরুণী, প্রিয়াঙ্কা রায়ের দেহ। 

    গতকাল গভীর রাতে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মা-মেয়েকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মা-মেয়ের রহস্যমৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সুমন রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। যদিও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।" গৃহবধূর দেহে কেরোসিন তেলের উপস্থিতিও মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিস।

    প্রসঙ্গত, বেহালার শকুন্তলা পার্ উদ্ধার হয়েছে বাবা-মেয়ের জোড়া ঝুলন্ত দেহ।  শুক্রবার দুপুরে মেয়েকে এসএসকেএমে ডাক্তার দেখানোর নামে বাড়ি থেকে বেরন পেশায় ব্যবসায়ী স্বজন দাস। মেয়ে ২২ বছরের সৃজা অটিজমে আক্রান্ত ছিল। চিকিত্‍সা করেও সুফল মেলেনি। এই নিয়ে অবসাদে ভুগছিলেন বাবা স্বজন দাস। এরপর ব্যবসায়ী স্বজন দাসের অফিসেই দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ে অন্তপ্রাণ ছিলেন বাবা, খুব মিশুকে ছিলেন। এখন অবসাদে দুজনেই আত্মঘাতী হয়েছেন, নাকি মেয়েকে খুন করে বাবা স্বজন দাস আত্মঘাতী হয়েছেন, তা তদন্ত করে দেখছে পুলিস।

    আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

  • Link to this news (২৪ ঘন্টা)