• চোর-পোষ্যের সম্মুখ সমর! চোরকে কামড়াল কুকুর, পাল্টা কামড় দিল মানুষ, তারপর...
    ২৪ ঘন্টা | ০১ মার্চ ২০২৫
  • প্রসেনজিত্‍ সর্দার: মানুষ বিশ্বাস ভাঙতে পারে। কিন্তু বাড়ি পোষ্য কুকুর (Pet) তা হয়তো করে না। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজার (Canning)। ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকে। আর বাজারের মধ্যে অবস্থিত মা-কালী ভ্যারাইটি ষ্টোর্স রয়েছে। সেই দিন বাজার বন্ধ থাকায়, দোকানের মালিক ঘরের মধ্যে ছিলেন। সেই  সুযোগ বুঝে এক চোর দোকানের পিছন দিকের দেওয়ালের লোহার জাল কেটে ঢুকে পড়ে। দোকানের মধ্যে ক্যাশবাক্স ভেঙে চুরি করে। সেই সময় বন্ধ দোকানের মধ্যে প্রচন্ড শব্দ হচ্ছিল।

    অন্যদিকে, বাড়ির পোষ্য কুকুরটি ছাড়া ছিল। দোকানের মধ্যে চোরকে দেখে শুরু করে চিৎৎকার। পাশাপাশি চোরকে ঘায়েল করার জন্য ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। শুরু হয় চোর ও গৃহস্থের পোষ্যর লড়াই। চোর পালিয়ে যাওয়ার জন্য কুকুরকে বেধড়ক মারধর করে। কুকুরও ছাড়ার পাত্র নয়। চোরের পায়ে কামড় বসিয়ে দেয়। শব্দ শুনতে পেয়ে, বাড়ির মালিক সৌমেন রায় দৌড়ে নীচে নামেন।

    চোর তড়িঘড়ি কোন রকমে কুকুরকে জব্দ করে দেওয়াল টপকে পালিয়ে যায়। সৌমেন বাবু চোরকে পিছন থেকে ধাওয়া করলেও ধরতে পারেননি বলে তিনি দাবি করেন। পরে তিনি ঘটনার বিষয় জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ করেন। পাশাপাশি আহত পোষ্যকে চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। কুকুরে কামড় দেওয়ায় অভিযুক্ত চোরকে ধরেও ফেলে। ধৃতের নাম তুহিন দাস। ধৃতের বাড়ি ক্যানিংয়ের কার্গিল পাড়ায়।

    ধৃতের সঙ্গে আর কে বা কারা ছিল? সে বিষয়ে ধৃতকে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে দোকানের মালিক জানিয়েছেন, বিগত দিনে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছিল। এছাড়াও ক্যানিং বাজার এলাকায় দিনে দুপুরের চোরেদের উপদ্রব বেড়ে গিয়েছে। দোকানে ‘গজা’ (পোষ্য কুকুরের নাম) থাকায় চোর ঠিকমতো চুরি করতে পারেনি। তবে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর। পোষ্যের জন্য বড় ধরণের ক্ষতি হয়নি। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

    কে এই গজা? এ প্রসঙ্গে দোকানের মালিক সৌমেন রায় জানিয়েছেন, ‘লকডাউনের সময় দোকানপাট বন্ধ থাকত। তখনই এই  কুকুরকে তিনি পুষেছিলেন আর তার নাম দিয়েছিলেন গজা। তবে দোকানে সিসিটিভি থাকলেও গজার নজর এড়িয়ে কেউ কিছু করতে পারে না। গজার উপর আমাদের বিশ্বাসযোগ্যতা কয়েকগুণ বেড়ে যায়।বৃহষ্পতিবার দোকানে চুরির ঘটনায় গজা প্রথমে চুরির ঘটনা বুঝতে পারে। ও নীচে নেমে দোকানে ঢুকে পড়ে। চোরকে দেখতে পায় এবং ঘায়েল করে। পরে অবশ্য পুলিস চোরকে পাকড়াও করে।’  তবে গজা’র এমন কৃতিত্ব ক্যানিং বাজারের চাউর হতেই গজাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্থানীয়রা।

  • Link to this news (২৪ ঘন্টা)