• রাজারহাটে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি
    প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
  • দিশা আলম: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন চলত যৌন নির্যাতন। শেষপর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার ওই গুণধর ব্যক্তি। ন্যক্কারজন ঘটনাটি ঘটেছে কলকাতার উপকণ্ঠে রাজারহাটে। নিউটাউনে ছাত্রী ধর্ষণ ও খুনের পর এবার রাজারহাটের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত ব্যক্তির নাম আবুল হোসেন মিদ্দে(৪০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাট এলাকার বাসিন্দা ১২ বছরের কিশোরী। ওই এলাকাতেই থাকেন অভিযুক্ত ব্যক্তি। প্রতিবেশী বলে কিশোরীর বাবা-মায়েরও তেমন কিছু সন্দেহ হয়নি। কিশোরীকে নিয়ে মাঝেমধ্যেই এখান সেখানে বেরতেন আবুল হোসেন মিদ্দে। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই যৌন নির্যাতন চালাতে থাকেন অভিযুক্ত। খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হত ওই কিশোরীকে।

    কোনও ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালাতেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, কাউকে এই কথা বললে আরও ক্ষতি করা হবে। সেই হুমকিও দেওয়া হত। ফলে ভয়ে মুখ বন্ধ করে রাখত ওই নাবালিকা। আর সেই সুযোগে গত তিনমাস ধরে লাগাতার হেনস্তা করছিলেন আবুল। এই ঘটনা ক্রমাগত চলার ফলে ক্রমেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল ওই নাবালিকা।

    শুক্রবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের লোকজন তার কাছে ভয়ে থাকার কারণ জানতে চান। এরপরই বাড়ির লোকজনকে সে গোটা ঘটনা জানায়। কালবিলম্ব না করে আবুল হোসেন মিদ্দের বিরুদ্ধে রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। গতকাল রাতেই অভিযুক্ত আবুল হোসেন মিদ্দেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে ধৃত। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয়।
  • Link to this news (প্রতিদিন)