ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা! কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনে বেঙ্গালুরু থেকে ধৃত দলেরই ৫
প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
নন্দন দত্ত, সিউড়ি: ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা! বীরভূমের কাঁকরতলায় তৃণমূলকে পিটিয়ে খুনের ঘটনায় বেঙ্গালুরু থেকে ৫ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতেই তাদের বীরভূমে আনা হয়। শনিবার তাদের আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
২২ ফেব্রুয়ারি কাঁকরতলায় খুন হয়েছিল তৃণমূল কর্মী শেখ নিয়ামুল। এফআইআরে ২৭ জনের নাম থাকলেও মাত্র একজন তৃণমূল কর্মী শেখ আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার অবধি পুলিশি হেফাজতে ছিল সে। তাকে জেরা করেই পাঁচজনের হদিশ মেলে। সেই সূত্র ধরে বেঙ্গালুরুতে অভিযান চালান তদন্তকারীরা। ভিনরাজ্য থেকে ধৃতরা হল শেখ ফিরদৌস, শেখ লালন, শেখ সাদ্দাম, শেখ সইফুদ্দিন এবং শেখ নঈমূল। তাদের জেরা করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। এদিকে আগেই ধৃত শেখ আকবরকে ১৪ দিনে জেল হেফাজত দিয়েছে আদালত। তার কাছ থেকে একটি লোহার রড উদ্ধার হয়েছে। সেটি এদিন আদালতে পেশও করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ।
২২ ফেব্রুয়ারি রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন নিয়ামুল। সেই সময় আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। তাঁকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড-সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাথর দিয়ে নিয়ামুলের মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। এই ঘটনা এখনও পর্যন্ত মোটে ৬ জনকে গ্রেপ্তার করা হল।