• অস্ত্র পাচারে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশের হাত থেকে ‘ছিনতাই’ উত্তেজিত জনতার! উত্তেজনা চোপড়ায়
    প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
  • শংকর কুমার রায়, ইসলামপুর: প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পুলিশ। তারা আসামিকে ‘ছিনতাই’ করে বলেও অভিযোগ।  শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় চোপড়ার কালিকাপুর এলাকায়। সরকারি কাজে বাধা দেওয়ায় ইতিমধ্যে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে অভিযান চলছে। 

    চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মুজিবর রহমান। তার বিরুদ্ধে মাদক পাচার থেকে অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইনের মামলায় শনিবার দুপুরে মুজিবরকে গ্রেপ্তার করতে গিয়েছিল চোপড়ার পুলিশ। প্রথমে মুজিবরের বাড়ি ঘিরে ফেলে। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দেয় সে। এই সময় পুলিশকে তীব্র বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, এলাকার মহিলারা তাদের ঘিরে ফেলে সরকারি কাজে বাধা দেয়। এরপর ইসলামপুর পুলিশ জেলা থেকে বিশাল বাহিনী চোপড়ার থানার আইসি সূরয থাপার নেতৃত্বে ঘটনাস্থলে যায়।

    মুজিবরকে পুকুর থেকে তুলে পুলিশের ভ্য়ানে তোলার চেষ্টা করতেই ফের পিঠটান দেয় সে। এই সময়ও স্থানীয় মহিলারা তাকে ‘গার্ড’ করছিল বলে খবর। এরপর ধানখেত ধরে ছুটতে থাকে অভিযুক্ত। পুলিশও তাড়া করলেও তাকে আর ধরতে পারেনি। গ্রামবাসীরা রীতিমতো তাকে ‘ছিনিয়ে’ নিয়ে যায় বলে অভিযোগ। তার খোঁজে তল্লাশি চলছে। তবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মহিলা-সহ ২৭ জনকে আটক করে পুলিশ।

    এ প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, “একজনের বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। সেই সময় গ্রামের মহিলারা গ্রেপ্তারিতে বাধা দেয়। পরে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত বাহিনী গিয়ে গ্রেপ্তারির চেষ্টা করে। কিন্তু আসামিকে ধরা যায়নি।”
  • Link to this news (প্রতিদিন)