• সরস্বতী পুজোর প্রসাদে না, পড়ুয়াদের তাড়ালেন প্রধান শিক্ষক! স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
    প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
  • সুমন করাতি, হুগলি: সরস্বতী পুজোর উপলক্ষে স্কুলের আয়োজন করা মাধ্যহ্নভোজ ঘিরে তুমুল উত্তেজনা হুগলির পাঁচগড়া উচ্চ বিদ্যালয়ে। দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের খাবার না দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী-সহ অভিভাবকদের। ঘটনায় তুমুল শোরগোল এলাকায়।

    স্কুল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সরস্বতীর পুজোর খাওয়া-দাওয়ার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সেই মতো দুপুরের স্কুলে যায় সদ্য মাধ্যমিক দেওয়া পড়ুয়ারা আসে। সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারও ছিলেন। অভিযোগ প্রধান শিক্ষক হামেদুল হক ছাত্রছাত্রীদের অপমান করে তাড়িয়ে দিয়েছেন। বাড়িতে সেই কথা জানালে, শনিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নয়ছয় করার অভিযোগও তুলেছেন অভিভাবকরা। তাছাড়াও ছাত্রীদের দাবি, স্কুলে মহিলা শৌচাগারের জল সরবরাহ করা হয় না। এমনকী দরজার লকও নেই বলে অভিযোগ।

    নবম শ্রেণির এক ছাত্রী বলেন, “কালকের অনুষ্ঠানে মাধ্যমিক দেওয়া পড়ুয়াদের প্রধান শিক্ষক অপমান করেছেন। বাজে ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমন কেন হবে? তারা স্কুলের ছাত্রছাত্রী। তাছাড়া স্কুলের শৌচাগারে জল থাকে না। লকও নেই। আমরা প্রধান শিক্ষকের বদলি চাই।” এক অভিভাবক বলেন, “গতকাল মেয়ে স্কুলে এসেছিল। ওকে অপমান করেছেন প্রধান শিক্ষক। নতুন শ্রেণিতে ভর্তির সময় সব ফি তো ধার্য করা হয়। ওদের অপমান করা হল কেন?” আরও এক অভিভাবক প্রধান শিক্ষক হামেদুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “গতকাল সরস্বতী পুজো নিয়ে যে ঝামেলা তার জবাব দিতে হবেই। তাছাড়া এই প্রধান শিক্ষক স্কুলের সরকারি সাইকেল সরিয়ে দিচ্ছেন। স্কুলে মেয়েদের ভালো করে সম্মান করেন না। বড় মেয়েদের থেকে অভিভাবকদের বাজে নজরে দেখেন। স্যরের বদলি চাই।”

    বিক্ষোভ চললেও প্রধান শিক্ষককে স্কুল চত্বরে দেখা যায়নি। অন্য শিক্ষকরা আসলেও তাঁরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি। এক শিক্ষক বলেন, “স্যরকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন পরিস্থিতি সামাল দিতে। তিনি পরে আসবেন।” ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)