মধ্যমগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে ‘গণধর্ষণ’, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল! পুলিশের জালে ১
প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
অর্ণব দাস, বারাসত: মাধ্যমিক পরীক্ষার্থীকে ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ওই ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লির মাঠপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আরও এক যুবকের খোঁজে চলছে জোর তল্লাশি।
নির্যাতিতা ওই ছাত্রী মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লি মাঠপাড়ার বাসিন্দা। অভিযোগ, দিনকয়েক আগে দুই যুবক তাকে ওই এলাকায় একটি ভাড়াবাড়িতে নিয়ে যায়। নির্যাতিতার দাবি, সেখানে তাকে ধর্ষণ করা হয়। আরেক যুবক ওই ঘটনার ভিডিও করে। ঘটনা জানাজানি হলে ওই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ। যদিও শুক্রবার রাতে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। তারপরই ঘটনা জানাজানি হয়।
স্থানীয়রা দুই যুবকের মধ্যে একজনকে পাকড়াও করে। নির্যাতিতার পরিবারের তরফে মধ্যমগ্রাম থানার অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ এলাকায় পৌঁছয়। ওই আটক যুবককে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থী।