যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তি, ওয়েবকুপার সভার আগে তুমুল উত্তেজনা
প্রতিদিন | ০১ মার্চ ২০২৫
ধীমান রক্ষিত: ছাত্র সংসদ নির্বাচনের দাবি। শনিবার সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার আগে অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর। পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্ররা। পালটা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয়। ধস্তাধস্তিও হয় একপ্রস্থ।
শনিবার বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তার আগে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠন সুর চড়ায়। মানববন্ধন করে স্লোগান দিতে শুরু করে বাম ছাত্র সংগঠনের সমর্থকরা। ওয়েবকুপার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। তার ফলে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
এর আগে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমবায় ভোট হয়। কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৮টি আসনে নির্বাচন হয়। তাতে অংশ গ্রহণ করেন প্রায় ১২৫ জন প্রার্থী। ৫১ টি আসনেই জিতেছেন বাম প্রার্থীরা, আর শাসকদলের প্রার্থীরা জয়লাভ করেছেন ৭ আসনে। বলে রাখা ভালো, ২০২১ সালের পর থেকে বেশ কয়েক বছর ধরেই সরকারি নির্দেশে আটকে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। বহু লড়াইয়ের পর এবছর নির্বাচনের সম্মতি দেয় আদালত। তবে অভিযোগ, আইনি অনুমোদনের পরও শাসক দলের সমর্থনে নানাভাবে এই নির্বাচনে বাধা তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের মিলিত প্রচেষ্টায় এই সমস্ত ‘অপচেষ্টা’কে ব্যাহত করে অবশেষে মোট ৫৮ আসনে নির্বাচন হয়।