উচ্চমাধ্যমিকের দিনগুলিতে কোন গাড়ি চলতে পারবে না কলকাতায়? বড় নোটিফিকেশন পুলিশের
হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
সামনেই উচ্চমাধ্যমিক। ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ইতিমধ্য়েই যাবতীয় প্রস্তুতির কাজ প্রায় সেরে ফেলেছে। উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি খতিয়ে দেখছেন।
এবার কলকাতা পুলিশের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ট্রাফিক নোটিফিকেশন জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এই নোটিফিকেশন জারি করেছেন। নির্দিষ্ট কিছু তারিখের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরীক্ষা যেদিন গুলিতে রয়েছে সেই দিনগুলিতে পণ্যবাহী গাড়ি কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকার মধ্য়ে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ বজায় থাকবে ওই দিনগুলিতে।
১) যে দিনগুলির কথা বলা হয়েছে সেগুলি হল ৩ মার্চ, ৪ মার্চ, ৫ মার্চ, ৬ মার্চ, ৭ মার্চ,৮ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ,১৩ মার্চ, ১৭ মার্চ, ১৮ মার্চ।এই দিনগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচল নির্দিষ্ট সময়ের জন্য় নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের এলাকার মধ্য়ে।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। মূলত জরুরী কিছু পরিষেবার গাড়ির ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকছে। যে গাড়িগুলি এলপিজি সিলিন্ডার বয়ে নিয়ে যায়, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকান্টস, অক্সিজেন, দুধ, অক্সিজেন, ওযুধ, সবজি, ফল, মাছ ইত্যাদি। সিএনজি বাহী গাড়িগুলিকে সকাল ৮টা পর্যন্ত যাতায়াতের অতিরিক্ত সুযোগ দেওয়া হবে।
বন্দর থেকে বের হওয়া ও বন্দরগামী গাড়িগুলিকে সকাল ৮টা পর্যন্ত ওই দিনগুলিতে যাতায়াতের সুযোগ মিলবে।
২) ট্রাফিক পুলিশ যদি মনে করে তবে পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি কিছু গাড়ির রুট বদলে দেওয়া হতে পারে। বা যাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হতে পারে।
৩) স্বাভাবিকভাবে যে নিষেধাজ্ঞা থাকে তার সঙ্গেই এই রেস্ট্রিকশন গুলি অতিরিক্ত হিসাবে থাকছে। জানিয়েছে কলকাতা পুলিশ।
মূলত পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, ট্রাফিক জ্যাম যাতে না হয় উচ্চমাধ্যমিকের দিনগুলিতে সেকারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূলত কলকাতা পুলিশ এলাকার মধ্য়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রাক রাস্তায় বেরিয়ে যাওয়ার পরেই সমস্যা দেখা দেয়। সেকারণেই এবার একেবারে কড়া নোটিফিকেশন। মূল লক্ষ্য হল যাতে পরীক্ষার্থীরা সহজেই ও সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে যেতে পারেন। সেকারণেই এই ব্যবস্থা। সেই সঙ্গেই উচ্চমাধ্য়মিক পরীক্ষার দিনগুলিতে কলকাতায় ট্রাফিক ব্যবস্থা যথাযথ রাখার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।