• ভোটার তালিকায় ‘ভূত’ ঢোকাচ্ছে তৃণমূলই, তোপ দেগে বায়োমেট্রিক চালুর দাবি শুভেন্দুর!
    হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
  • বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ রাজনীতির নয়া ইস্যু 'ভূতুড়ে ভোটার'! যা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর নির্দেশে রাস্তায় বেরিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে 'ভূত ধরতে' নেমে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাজ শুরু করে দিয়েছেন দলের অন্য নেতা কর্মীরাও।

    এই প্রেক্ষাপটে ভুয়ো ভোটার বা ভূতুড়ে ভোটার নিয়ে পালটা সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সত্যিই যদি পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরতে হয়, তাহলে ভোট দানের আগে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করার পরই প্রত্যেক ভোটারকে ভোট দিতে দেওয়া হোক!

    শুভেন্দুর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি আগামী দিনে এমন কিছু করা হতে পারে? যদিও এখনও পর্যন্ত রাজনৈতিক নেতা শুভেন্দুর মুখে এহেন প্রস্তাব শোনা গেলেও প্রশাসনিকস্তরে এমন কোনও কথা সামনে আসেনি।

    তথ্যাভিজ্ঞ মহলের একাংশ মনে করছেন, আসন্ন নির্বাচনে ভূতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার নিঃসন্দেহে একটি বড় ইস্যু হতে চলেছে এ রাজ্যে। বস্তুত, সম্প্রতি হয়ে যাওয়া মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভা নির্বাচনের আবহেও এমনই অভিযোগ উঠেছিল এবং দু'টি ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয়েছিল বিজেপিকে।

    বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে আসল ভোটারদের বাদ দিয়ে তাদের সমর্থকদের নাম ঢুকিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এমনই অভিযোগ করেছেন। এর জন্য অনলাইন নাম নথিভুক্তিকরণ ব্যবস্থাপনাকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

    মমতার দাবি, ভিন রাজ্য থেকে বাংলায় ভুয়ো বা ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে বিজেপি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দলীয় সভায় এর প্রমাণ হিসাবে বেশ কিছু নথি ও তথ্যও তুলে ধরেছেন তিনি।

    এর পালটা বিজেপির বক্তব্য হল, রাজ্যে যদি ভুয়ো ভোটার ঢোকানো হয়েই থাকে, তাহলে তার নেপথ্য কারিগর বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসই। মমতার দলের 'সংখ্যালঘু তোষণের রাজনীতি'কে আক্রমণ করে শুভেন্দু ও তাঁর দলীয় সহকর্মীরা বারবার দাবি করেছেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী-সহ একটি বিশেষ সম্প্রদায়ের লোকেদের ঢোকানো হচ্ছে এপার বাংলায়। যার জেরে পশ্চিমবঙ্গে জনবণ্টনের বৈশিষ্ট্যও বদলে যাচ্ছে বলে দাবি বিজেপির।

    এবার সেই অভিযোগকে সামনে রেখেই আরও এক ধাপ এগিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। টিভি নাইন বাংলা পোর্টালে তাঁকে উদ্ধৃত করে লেখা হয়েছে, 'পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলছে তৃণমূল কংগ্রেস। ন'টা সীমান্তবর্তী জেলায় ভুয়ো ভোটারের নাম তুলছে তৃণমূল। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন করতে হবে। এটা জনগণের দাবি।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)