• রমজানের জন্য ১ মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে রাজ্য! কত টাকা খরচ পড়বে?
    হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
  • রমজান মাস উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও রেশন বণ্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গ্রাহকদের জন্য রমজানে ‘বিশেষ প্যাকেজ’-এর ঘোষণা করা হল। এই বিশেষ প্যাকেজে রয়েছে, ময়দা, চিনি এবং ছোলা। ঘোষণা অনুযায়ী, ভর্তুকিযুক্ত এইসব খাদ্য সামগ্রী ২ মার্চ রবিবার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা। আজ খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজারদরের থেকে অনেক কম দামে এইসব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে।


    রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রমজান উপলক্ষে এই বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে।’ এই সমস্ত সামগ্রী পরিবার পিছু এক কেজি সরবরাহ করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেক্ষেত্রে চিনি পাওয়া যাবে ৩২ টাকায় । 

    কারা এই সুবিধা পাবেন সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তোদ্যয় অন্নযোজনা কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত গোটা রমজান জুড়ে এই বিশেষ প্যাকেজ রেশন দোকানগুলিতে পাওয়া যাবে। উল্লেখ্য, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে।

    খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন তা রাজ্যের ডিলারদের আগেই জানাতে বলা হয়েছিল। বিশেষ করে পরিবার পিছু এক কেজি করে এই সমস্ত সামগ্রী সরবরাহ করা হলে সেক্ষেত্রে মোট পরিমাণ কত খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে, সে বিষয়ে ডিলারদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিল খাদ্য দফতর। 

    যদিও ডিলাররা সেই সময় জানিয়েছিলেন, আগে থেকে দাম না জানলে প্যাকেজের চাহিদা কেমন থাকবে বা কতটা প্রয়োজন হবে, তা বোঝা সম্ভব নয়। তাই আগে ভর্তুকিযুক্ত এই সামগ্রীর দাম কত হবে তা জানানো প্রয়োজন। তারপরেই দাম নির্ধারণ করা হয় এই সব খাদ্য সামগ্রীর। পরে চাহিদা সম্পর্কে তথ্য পাওয়ার পরেই খাদ্য দফতরের তরফে তা রেশন দোকানগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)