• রেজাল্ট ঘোষণার আগেই উচ্চমাধ্যমিকে সেরার সেরাদের খাতা ফের দেখা হবে! কিন্তু কেন?
    হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
  • ৫৮ থেকে একলাফে ৭৩! হ্যাঁ, গতবছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির জেরে এভাবেই একলাফে বেড়ে গিয়েছিল মেধাতালিকায় স্থান পাওয়া কৃতী পরীক্ষার্থীদের সংখ্যা। সেই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষকে। আর যাতে তেমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে এক অভিনব সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    গতবারের পরিস্থিতির কথা মাথায় রেখেই উচ্চমাধ্যমিকে সেরার সেরাদের পরীক্ষার খাতা বা উত্তরপত্র ফলপ্রকাশের আগেই ফের একবার মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদ কর্তৃপক্ষ। অর্থাৎ, আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করার আগেই সম্ভাব্য মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের খাতা এবং প্রয়োজনে তাদের থেকে সামান্য কিছু নম্বর কম পাওয়া পরীক্ষার্থীদের খাতাও পুনর্মূল্যায়ন করা হবে।

    তথ্যাভিজ্ঞ মহলের দাবি, সারা দেশে এমন সিদ্ধান্ত নজিরবিহীন। এবং এই সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর করতে পারলে ত্রুটিহীনভাবে মেধাতালিকা প্রকাশের নিশ্চয়তা অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে পরীক্ষার্থী যদি ফের স্ক্রুটিনির জন্যও আবেদনও করে, তাহলেও নম্বর বদলে যাওয়ার ঘটনা কমবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি, পরীক্ষার খাতা দেখা নিয়ে গাফিলতির যে সমস্ত অভিযোগ ওঠে, সেই সমস্যারও মূল সমাধান করা অনেকটাই সম্ভব হবে।

    উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার ফল প্রকাশের আগে সম্ভাব্য মেধাতালিকার প্রথম ২০টি স্থানে যারা থাকবে, তাদের খাতা এই আগাম পুনর্মূল্যায়নের আওতায় আসবে।

    এই সময় অনলাইন পোর্টালে এই প্রসঙ্গে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে উদ্ধৃত করে লেখা হয়েছে - 'মেধাতালিকায় প্রথম ১০ জনের বাইরেও পরের পাঁচ বা ১০টি স্থানের মধ্যে যেসব ছাত্রছাত্রী থাকবে, তাদের খাতা আরও একবার করে মূল্যায়নের কথা ভেবেছি। কারণ এখন ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ বা ৪৯৭ নম্বর পেয়ে পরীক্ষার্থীরা প্রথম হয়। তার পরের ১০ নম্বরের মধ্যেই মেধাতালিকা শেষ হয়ে যায়। তাই আমরা আরও পাঁচ বা সাত নম্বরের মধ্যে থাকা সমস্ত পরীক্ষার্থীর খাতা ফল প্রকাশের আগেই রিভিউ করব।'

    প্রসঙ্গত, গত বছর পরীক্ষার ফল প্রকাশের পর তৎকাল রিভিউ ও স্ক্রুটিনি করা হয়। তাতে দেখা যায়, প্রথম ১০ জনের মধ্যে থাকা সেরার সেরাদের সংখ্যা একলাফে ৫৮ থেকে বেড়ে হয়ে গিয়েছে ৭৩! এমনকী, বহু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরও আমূল বদলে যায়।

    যেমন - কোনও এক বিষয়ে ২৫ নম্বর পাওয়া পরীক্ষার্থীর নম্বর তৎকাল রিভিউ বা স্ক্রুটিনির পর হয়ে যায় ৫২! ১২ পাওয়া পরীক্ষার্থীর নম্বর বেড়ে হয় ৭২! এমন অসংখ্য ঘটনা সামনে আসে। যার ফলে পরীক্ষার খাতা দেখার মান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এবার এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়, সেই চেষ্টাই করছে সংসদ কর্তৃপক্ষ। তার জন্য পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সচেতন করে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)