এবার মুম্বই-বেঙ্গালুরুর মতো কলকাতা লাগোয়া এলাকায় অ্যাপে বুক করা যাবে অটো?
হিন্দুস্তান টাইমস | ০১ মার্চ ২০২৫
মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লির মতো শহরে অটোতে করে যেকোনও জায়গায় যাওয়া যায় শহরে। সেখানে ট্যাক্সির মতো ভাড়া নেওয়া যায় অটো। যাঁরা ট্যাক্সিতে বেশি টাকা দিয়ে চাপতে পারেন না, কিন্তু নিজের মতো করে ভ্রমণ করতে পছন্দ করেন, তাঁরা সেই শহরে অনায়াসে অটো ভাড়া করতে পারেন। এবং ওলা বা উবারের মতো অ্যাপগুলিও সেখানে অনলাইনে অটো ভাড়া নেওয়ার সুবিধা দিয়ে থাকে। তবে অ্যাপের মাধ্যমে অটো ভাড়া করা যায় না কলকাতায়। কারণ কলকাতায় অটো চলে 'রুটে'। এখানে ইচ্ছে করলে অটো ভাড়া করে গন্তব্যে যাওয়া যায় বটে। তবে কলকাতার অটো চলাচলের ব্যবস্থাপনাটা বাকি সব বড় শহরের থেকে ভিন্ন। তাই রুটেই চলে অটো। লোক ভরলেই ছাড়ে অটো। তবে এবার নিউটাউনে অ্যাপের মাধ্যমে অটো বুক করা যাবে বলে দাবি করা হল রিপোর্টে।
জানা গিয়েছে নিউটাউনে পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হবে অ্যাপ অটো পরিষেবা। ভবিষ্যতে কলকাতা এবং শহরতলিতেও অ্যাপের মাধ্যমে অটো পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়েছে সংবাদ প্রতিদিনের রিপোর্টে। অবশ্য পরিবহণ দফতরের কর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অ্যাপ অটো পরিষেবা চালুর জেরে যে রুটের অটো পরিষেবা বন্ধ হয়ে যাবে, তেমনটাও নয়।
রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পুলিশ এবং পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক হয় ওলা, উবারের মতো অ্যাপ পরিহণ সংস্থাগুলির। সেখানে অটো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। কোন রুটের অটো অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে, সেই নিয়ে মতামত চাওয়া হয়েছিল শ্রমিক প্রতিনিধিদের থেকে। এদিকে নিউটাউনে চালু হওয়া এই অ্যাপ অটোগুলি কলকাতা পুলিশ পরিচালিত এলাকায় প্রবেশ করতে পারবে না। এদিকে পরবর্তীকালেও নাকি অটোর জোন ভাগ করে দেওয়া হবে। এই আবহে উত্তর কলকাতার অটো মধ্য কলকাতায় যেতে পারবে না। তবে আপাতত নিউটাউনে এই প্রকল্প চালু করা হচ্ছে। যেহেতু নিউটাউনে অটো তুলনামূলক ভাবে কম, তাই সেখানে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কোনও বাধা সামনে এলে, তা চিহ্নিত করা যাবে। সেখানে যানজটও হবে না তেমন।