নয়া নজির গড়ল মেদিনীপুর পুরসভা। এ বার থেকে মেদিনীপুরের শরৎপল্লিতে পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Saratpally UPHC) মিলবে বিনামূল্যে এক্স-রে পরিষেবা।
মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে কোনও স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা সাধারণত পাওয়া যায় না। রাজ্যের মধ্যে নয়া দৃষ্টান্ত তৈরি করল মেদিনীপুর পুরসভার এই স্বাস্থ্য কেন্দ্র। আগামী সোমবার (৩ মার্চ) থেকেই বিনামূল্যে এক্স-রে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান। এ জন্য তিনিধন্যবাদ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শনিবার পুরপ্রধান জানিয়েছেন, ‘মেদিনীপুর শহরের পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার মান আরও উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটি এক্স-রে মেশিন দিয়েছিলেন। তা বসানোর কাজ হয়ে গেছে। সোমবার থেকেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন মেদিনীপুরের বাসিন্দারা।’
জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা UPHC-তে সাধারণত এক্স-রে পরিষেবা মেলে না। ইসিজি, ব্লাড টেস্ট, টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যায়। কিন্তু, এক্স-রে পরিষেবা সচরাচর থাকে না। আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সহায়তায়, মেদিনীপুর পুরসভার উদ্যোগে শহরের শরৎপল্লিতে পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি এক্স-রে মেশিন বসানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এক্স-রে প্লেট সরবরাহ করবে। সেই সঙ্গে টেকনিশিয়ানও দেবে। তিনি সপ্তাহে দু’দিন এক্স-রে করবেন।’
প্রতিদিন কমবেশি ২০০ জন এই পরিষেবা পেয়ে উপকৃত হবেন বলে জানিয়েছেন পুরপ্রধান। CMOH বলেন, ‘আমরা যক্ষ্মা নির্মূল করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে এক্স-রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। শরৎপল্লিতে এই পরিষেবা চালু হওয়ার ফলে বহু মানুষ উপকৃত হবেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের উপরেও চাপ কমবে।’