সেই উত্তর দিনাজপুর! গোয়ালপোখরের পরে এ বার চোপড়া। পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ‘ছিনতাই’ করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার চোপড়া থানা এলাকার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকার ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে গ্রামে।
পুলিশ সূত্রে খবর, অস্ত্র মামলায় অভিযুক্ত মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে ধরতে গ্রামে গিয়েছিল পুলিশ। অভিযোগ, অভিযুক্তকে গাড়িতে তোলার সময় বাধা দেন গ্রামবাসীদের একাংশ। হামলাও চলে পুলিশের উপর। সেই সুযোগে অভিযুক্তকে নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে দাবি, অভিযুক্ত তৃণমূলের কর্মী। তৃণমূলের দুষ্কৃতীরাই তাঁকে ছিনতাই করে নিয়ে পালিয়েছে।
স্থানীয় বিধায়ক হামিদুর রহমান বলেন, ‘‘পুলিশের কাছে কোনও বৈধ পরোয়ানা ছিল না। আমাদের প্রাক্তন এক সদস্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। মজিবুরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তার পরেও তাঁকে ধরে নিয়ে যাচ্ছিল। তখনই গ্রামবাসীরা পরোয়ানা দেখতে চান। কিন্তু পুলিশ দেখাতে পারেনি ওই কারণেই গ্রামবাসীরা বাধা দেন। মজিবুর রহমানকে নিয়ে যেতে এখন পুলিশ গোটা গ্রামকে ফাঁকা করে দিয়েছে। অত্যাচার চালাচ্ছে। দোকানপাট ভাঙচুর করেছে।’’
তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ‘‘পুলিশের উপর হামলা নিন্দনীয় ঘটনা। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। দল এই ধরনের কাজকে সমর্থন করে না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ আইন মোতাবেক কাজ করবে।’’