প্লাটিনাম জয়ন্তী বর্ষে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি
আজকাল | ০২ মার্চ ২০২৫
মিল্টন সেন,হুগলি: জেলার সদর চুঁচুড়ার অন্যতম সরকারি ডিপ্লোমা কলেজ ৭৫ তম বর্ষে পদার্পণ করলো। পতাকা উত্তোলন এবং বিশেষ পদযাত্রা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষের সূচনা হল। শনিবার সকালে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ৭৫ তম বর্ষের সূচনা পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদরের মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।
এদিন উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, কলেজের অধ্যক্ষ,অধ্যাপক সহ বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। কলেজের ৭৫ তম বর্ষপূর্তি পালন করা হবে আগামী এক বছর ধরে।
এই প্রসঙ্গে কলেজের তরফে জানানো হয়েছে আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হবে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। এদিন সেই কর্মসূচির সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন সদর মহকুমা শাসক। তার পর বৃক্ষরোপণ সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে সারাদিন ধরে।