ভাঙন অব্যাহত, সিটু এবং বিএমএস ছেড়ে তৃণমূল শ্রমিক সংগঠনে যোগ দুই শতাধিক...
আজকাল | ০২ মার্চ ২০২৫
মিল্টন সেন, হুগলি: বিজেপি এবং সিপিএম দুই দলের শ্রমিক সংগঠনেই ভাঙন অব্যাহত। বিজেপির বিএমএস এবং বাম শ্রমিক সংগঠন সিটু ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগ দিলেন ২০৬ জন শ্রমিক।
শনিবার দুপুরে আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট এবং টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের শ্রীরামপুর শাখার উদ্যোগে চাঁপদানি শহর আইএনটিটিইউসি-র ব্যবস্থাপনায় চাঁপদানি এঙ্গাস জুট মিল গেটে আয়োজিত এক অনুষ্ঠানে বাম শ্রমিক সংগঠন সিটু থেকে ১৭৫ জন এবং বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস থেকে ৩১ জন তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করেন। যোগদানকারী শ্রমিকদের হাতে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পতাকা তুলে দেন জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন-সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় কাজে দিল্লিতে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত ব্যানার্জি। তবে এদিন তিনি টেলিফোনের মাধ্যমে যোগদানকারী শ্রমিক বৃন্দকে শুভেচ্ছা জানান।