• প্রয়াত মদনমোহন মন্দিরের রাসচক্রের কারিগর আলতাফ মিয়া, শোকের ছায়া কোচবিহারে ...
    আজকাল | ০২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চার দশকের দীর্ঘ যাত্রা অবশেষে থেমে গেল। প্রয়াত হলেন আলতাফ মিয়া। তিনি মদনমোহন দেবের রাসচক্রের কারিগর। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় আলতাফের। 

    কোচবিহারের সম্প্রীতির প্রতীক মহারাজাদের কুলদেবতা মদনমোহন দেবের রাসচক্র। আর বংশানুক্রমিকভাবে এই রাসচক্রের নির্মাতা ছিলেন আলতাফ মিয়া। তিনি তৃতীয় প্রজন্মের রাসচক্রের কারিগর ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে চলে গেলেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি রাসচক্র বানিয়ে আসছিলেন। 

    এই রাসচক্রকে ঘিরেই আবর্তিত হয় রাসযাত্রা ও দুই পক্ষকালের রাসমেলা। এক সময় এই রাসচক্র ঘোরাতেন মহারাজারা। বর্তমান সময়ে ঘোরান পদাধিকার বলে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি জেলা শাসক। এবছর ছিল ২১২ তম 'রাসযাত্রা' ও 'রাসমেলা'। কিন্তু গত দু'বছর হল তিনি সামনে বসে থেকেছেন, ছেলে বানিয়ে গেছেন রাসচক্র। অর্থাৎ নির্দেশনায় ছিলেন সেই আলতাফই। 

    দীর্ঘদিন পেটের নানা সমস্যায় তিনি ভুগছিলেন। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অস্থায়ী কর্মী ছিলেন আলতাফ। জেলা শাসক ট্রাস্টের সভাপতিও ছিলেন। বিভিন্ন সময়ে ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাস্ট ছাড়াও কোচবিহার পুরসভার পুরপ্ররধান রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন ব্যক্তি। এদিন রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনগর কোচবিহারের শোকের ছায়া নেমে আসে। 

    'খুবই খারাপ খবর। আমরা পরিবারকে খবর দিয়েছি। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড আলতাফ মিয়ার পরিবারের পাশে ছিল এবং আছে।', বলেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা কোচবিহারের সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি। 'আবার আসবে রাস পূর্ণিমা। উলুধ্বনি ও শাখ বাজবে। আসবেন লাখো মানুষ। ঘুরবে রাসচক্র। স্বৃতিতে রয়ে রয়ে যাবেন আলতাফ মিয়া।', বলেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। 'আলতাফ মিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সহ যাবতীয় কাজ ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশে আছি।', বলেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। 
  • Link to this news (আজকাল)