• চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ICDS কর্মীকে বেঁধে রাখলেন স্থানীয়রা
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। কিন্তু কেউ চাকরি পাননি। টাকা চেয়েও পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত ওই অভিযুক্ত মহিলাকে ধরে বেঁধে রাখলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। অভিযুক্ত মহিলার নাম বিশাখা জানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের বিশপুর এলাকার বাসিন্দা বিশাখা জানা। তিনি বিশপুর পঞ্চায়েতের ১২৩ নম্বর আইসিডিএস সেন্টারের কর্মী। টাকা দিলে চাকরি পাওয়া যাবে। এলাকার বহু মানুষকে এই প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়েছিলেন। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন টাকা দিয়েও চাকরি না পেয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের।

    প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা ফেরতের দাবি জানানো হচ্ছিল। এদিন আইসিডিএস দিদিমণি বিশাখা জানাকে পাকড়াও করেন লোকজন। এলাকারই ল্যাম্পপোস্টে তাঁকে দীর্ঘ সময় বেঁধে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। বাসিন্দাদের অভিযোগ, টাকা দেওয়া হচ্ছে না। উলটে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। এই হুমকি দেওয়া হচ্ছে ওই মহিলার তরফে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে বেশ কিছু সময়।

    তদন্তের আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফ থেকে। ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)