• গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ায়, গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি
    এই সময় | ০২ মার্চ ২০২৫
  • দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার সোনামুখি থানা এলাকায়। সংঘর্ষের মাঝেই গুলি চলার অভিযোগ। গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার সোনামুখি ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা নির্মাণ করা নিয়ে বিবাদ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। শনিবার সকাল থেকেই উত্তেজনা ছিল গ্রামে। এ দিন বিকেলে আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে কার্যত সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি বন্দুক বার করে গুলি ছুড়তে শুরু করেন। মোট দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। 

    এর মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাঁকে সোনামুখি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। 

    বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘চকাই গ্রামে ড্রেন কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। একজনের শরীরে গুলি লেগেছে। আমরা তদন্ত করে দেখছি।’ গুলিবিদ্ধ তৃণমূল বুথ সভাপতির ছেলে বলেন, ‘নর্দমা করা নিয়ে বিবাদ হয়। আমার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জন্যেই এটা হয়েছে।’

    বিষয়টি নিয়ে সোনামুখির বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, ‘গোটা রাজ্য জুড়েই এসব হচ্ছে। আজকে সোনামুখির ঘটনা আবারও প্রমাণ করল। তৃণমূলের লোক নিজেদের মধ্যেই সংঘর্ষ করছে।’

  • Link to this news (এই সময়)