• প্রয়াত কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০২ মার্চ ২০২৫
  • প্রয়াত কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোচবিহারের মহারাজ মদনমোহনের রাসচক্র তৈরির কাজের দায়িত্ব দেওয়া হয় একটি ইসলাম ধর্মাবলম্বী পরিবারকে। বংশ পরম্পরায় আলতাফের পরিবারই রাসচক্র নির্মাণ করে আসছে। বাবা আজিস হোসেনের মৃত্যুর পর তিনি রাসচক্র নির্মাণের দায়িত্বভার কাঁধে তুলে নেন। গত প্রায় ৪০ বছর ধরে রাসচক্র বানিয়ে গিয়েছেন আলতাফ। 

    তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, ‘কোচবিহারের বিখ্যাত রাস মেলার রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেন - এর প্রয়াণে আমি মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক-বাহক ছিলেন তিনি। তাঁর পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’ আলতাফের শেষকৃত্যে পরিবারকে সব ধরনের সাহায্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

    প্রসঙ্গত, কোচবিহারের ঐতিহ্যবাহী উৎসব হল মদনমোহনের রাস উৎসব। ১৮১২ সালে ভেটাগুড়িতে রাস পূর্ণিমা তিথিতে কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ নবনির্মিত রাজপ্রাসাদে যান। সেই উপলক্ষে সেখানে রাসমেলা বসে। ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কোচবিহারের এই উৎসব। সেই উৎসবের রাসচক্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল আলতাফের পরিবারকে। 

  • Link to this news (এই সময়)