• শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে বর্ধমানের শিশু শিক্ষা কেন্দ্র, সমস্যায় অভিভাবকরা
    এই সময় | ০২ মার্চ ২০২৫
  • স্কুল ভবন আছে। ছাত্রছাত্রী আছে। কিন্তু নেই শুধু শিক্ষক-শিক্ষিকা। স্কুলে একজনই শিক্ষিকা ছিলেন। তিনিও সম্প্রতি অবসর নিয়েছেন। শিক্ষকের অভাবেই তালা ঝুলতে চলেছে পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের রামকৃষ্ণ পল্লী গ্রামের শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রে।

    জানা গিয়েছে,  ২৮ ফ্রেরুয়ারি শিক্ষিকা শোভা সাহা অবসর নিয়েছেন। ১লা মার্চ থেকেই শিক্ষকের অভাবে বন্ধ হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান। এক এক করে স্কুলের সব শিক্ষক শিক্ষিকাই নাকি অবসর গ্রহণ করেছেন। এর পর স্কুলে তালা দেখে সকাল থেকে ফিরতে হচ্ছে পড়ুয়াদের। চরম সমস্যায় পড়ছেন অভিভাবকরা।

    স্থানীয় অভিভাবকদের দাবি, অবিলম্বে স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করে চালু হোক স্কুল। এই স্কুলে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ১৮। আশেপাশের কয়েকটি গ্রামের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা এই স্কুলে পড়াশোনা করতে আসে।  

    অবসরপ্রাপ্ত শিক্ষিকা শোভা সাহা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমিও চাই স্কুলটি পুনরায় চালু হোক। আমি স্কুলে ১৯ বছর শিক্ষকতা করেছি। সেই স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে, এটা ভাবতেই পারছি না।’

    শোভা দেবী অবসরের আগের মুহূর্ত পর্যন্ত কয়েকজন পড়ুয়াকে অন্য স্কুলে ট্রান্সফারের ব্যবস্থা করতে পারলেও কয়েকজন পড়ুয়াকে তাঁদের অভিভাবকরা এই স্কুলেই পড়াবে বলে  ট্রান্সফার সার্টিফিকেট নেয়নি এখনও।

    কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘স্কুলের বন্ধের খবর পেয়ে কালনা আঞ্চলিক শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রের বর্তমান ১৮ জন পড়ুয়াকে অন্য একটি স্কুলে স্থানান্তরিত করার ব্যবস্থা করেছে শিক্ষা দপ্তর।’

  • Link to this news (এই সময়)