• গুজরাত থেকে উদ্ধার ভীমপুরের নাবালিকা, ধৃত ১
    বর্তমান | ০২ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভীমপুরের এক অপহৃত নাবালিকাকে গুজরাত থেকে উদ্ধার করল পুলিস। তাকে অপহরণের অভিযোগে শাহজাদ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পাণ্ডুয়া থানার সাতঘরিয়ায়। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে‌ বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি ভীমপুর থানায় ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ জমা পড়ে। তদন্ত করে পুলিস দেখে, ফেসবুকে মেয়েটির সঙ্গে শাহজাদ আলির পরিচয় হয়েছিল। তারপর কৃষ্ণনগরে নাবালিকার সঙ্গে দেখা করতে চলে আসে পাণ্ডুয়ার ওই যুবক। তারপর মেয়েটিকে নিয়ে গুজরাত চলে যায়।  
  • Link to this news (বর্তমান)