সংবাদদাতা, কুমারগ্রাম: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে বড় সাফল্য পেল ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের রাধানগর বিএফপি বিদ্যালয়ের ছাত্রী সোনালি চেরমাকো। হাই জাম্পে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। সোনালির এই সাফল্যে গর্বিত ওই পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকারা।