• আইসিডিএস কর্মীকে খুঁটিতে বেঁধে বিক্ষোভ
    বর্তমান | ০২ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক আইসিডিএস কর্মীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বিশপুরের ১২৩ নম্বর আইসিডিএস সেন্টারের দিদিমণি বিশাখা জানা আইসিডিএস সেন্টারে চাকরি দেওয়ার নাম করে এলাকার মহিলাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রচুর টাকা তুলেছেন। কিন্তু ওই এলাকার কোনও মহিলাকে এখনও পর্যন্ত আইসিডিএস সেন্টারে চাকরি দিতে পারেননি। চাকরি পাওয়ার আশায় ওই আইসিডিএস কর্মীর বাড়িতেও কয়েক বছর ধরে ধর্না দেন গ্রামের ওই মহিলারা। কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে তারা বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। এরপর টাকা ফেরত দেওয়ার দাবি জানালে তাঁদের চোটপাট করেন মহিলা। এমনকী পুলিসকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন। শেষে এলাকাবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙে। শুক্রবার সকালে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ওই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বিক্ষোভ দেখান।
  • Link to this news (বর্তমান)