মহম্মদ মহসিন, উলুবেড়িয়া
হাওড়া জেলা পরিষদের ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য ২০৪ কোটি ৭৭ লক্ষ ৫৭ হাজার টাকার চূড়ান্ত বাজেট পেশ করা হয়েছে। হাওড়া জেলা পরিষদের সাধারণ সভায় এই বাজেট পেশ করা হয়।
বাজেট পেশ করে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের উপর নির্ভরতা কমানো এবং নিজস্ব তহবিল বৃদ্ধির জন্য গত আর্থিক বছরগুলিতে উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে।’ একইসঙ্গে তিনি জানান, জেলা পরিষদের জমি, ফেরিঘাট, ফেরিঘাটের ভাড়া তদারকির ফলে আয় বাড়ানো সম্ভব হয়েছে এবং আগামী অর্থবর্ষে জেলা পরিষদের নিজস্ব তহবিল বাড়ানোর জন্য ১৫.৩৫ লক্ষ টাকা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
সভাধিপতি এ দিন বলেন, জেলার পর্যটন মানচিত্রে প্রথম স্থানে পৌঁছবার জন্য হাওড়া জেলা পরিষদ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আগামী আর্থিক বর্ষে ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে। গড়চুমুক, মহিষরেখা পর্যটনকেন্দ্রের উন্নয়নের পরিকল্পনা রয়েছে ২০২৫-২৬ আর্থিক বছরে। এ ছাড়া নতুন বাড়ি ও কমিউনিটি টয়লেট, গ্রামীণ স্কুলগুলিতে পরিশুদ্ধ জল দেওয়ার জন্য প্রকল্প, মা ও শিশুদের পরিচর্যার জন্য বিভিন্ন ব্লকে 'হাব', গড়চুমুক এলাকায় মৃগদাবের উন্নয়ন–সহ একাধিক বিষয়ের কথা তিনি বলেন।
বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, রাজ্য সরকার গ্রামোন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ করে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের আয়ের পথও বন্ধ হয়ে গিয়েছে।’
তিনি জানান, হাওড়া জেলার সব পঞ্চায়েত সমিতিতেই কেন্দ্রীয় সরকারের ‘কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলে’–এর পক্ষ থেকে অডিট করা হয়ে গিয়েছে। অডিটে কোথাও কোনও রকম অসঙ্গতি পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত বলা যায়, ৪২ আসন বিশিষ্ট হাওড়া জেলা পরিষদে বিরোধী দলের কোনও সদস্য নেই।