রবিবার ছুটির দিনে সাতসকালে কৃষ্ণনগরে শুটআউট। সরস্বতী পুজোর সময় দুই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরেই এই শুটআউট বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার কালিনগর চ্যাটার্জি পুকুর এলাকার ঘটনা। গুলি ছোড়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর সময়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই শত্রুতার জন্য ফের রবিবার তপ্ত হয় চ্যাটার্জি পুকুর এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে ফের অশান্তি শুরু হয় রবিবার সকালে। প্রথমে ঝগড়া হয় দু’পক্ষের মধ্যে। পরে সেই ঝগড়া হাতাহাতিতে পৌঁছয়। উত্তেজনার মুহূর্তে শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। সেই আওয়াজে আতঙ্কিত হন এলাকার লোকজন। এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই ঘটনায় কেউ আহত হননি। তবে এলাকার ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি ফাঁকা কার্তুজ। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোটা এলাকায় আতঙ্কের চোরা স্রোত বইছে।
উল্লেখ্য, বারবার সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির মধ্যে গোলমালের ঘটনা কৃষ্ণনগরবাসীর কাছে নতুন নয়। চলতি বছরও দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল। এ দিন শূন্যে শুটআউট কি তারই জের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।