জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা, নদিয়ায় প্রাণ গেল ৩ জনের, আহত একাধিক
আজকাল | ০২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। লরি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন একাধিক যাত্রী। মৃতেরা হলেন, নহড়া বিবি ও মন্থরা বিবি ও এক শিশু।
শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নদিয়ার হরিণঘাটায়। ১২ নম্বর জাতীয় সড়কে সিম হাট এলাকায়। ঝাড়খণ্ড থেকে রোগী নিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সেই সময় একটি লরি অ্যাম্বুল্যান্সে মুখোমুখি সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাত বারোটা নাগাদ সাতজনকে নিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। লরির সঙ্গে সংঘর্ষের পরেই বিকট শব্দ হয়। ঘটনাস্থলে আহত হন সাতজন। তাঁদেরকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রোগী এবং চালকের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার পর লরি নিয়ে চালক পলাতক। সিসিটিভি ক্যামেরা দেখে লরির খোঁজ চালাচ্ছে পুলিশ।
এদিকে আজ নদিয়ার চাকদহে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার তাতলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে, সকাল ১০টার সময়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দু'জনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একজনকে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে করে চাকদহ থেকে মায়াপুর যাচ্ছিলেন বেড়াতে। উল্টো দিক থেকে একটি বোলেরো গাড়ি এসে সজোরে ধাক্কা মারে।